করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইনের দিনগুলোতে একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য গুগল করে দিলো দারুণ সুযোগ। গুগল ডুয়ো অ্যাপে নতুন আপডেট সুবিধার মাধ্যমে এখন একসঙ্গে ১২ জন ভিডিও কলে কথা বলতে পারবে। এর আগে এই অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ৮ জন যোগ হতে পারতো। টুইট বিষয়টি নিশ্চিত করেছেন গুগলের পণ্য ব্যবস্থাপনার জ্যেষ্ঠ পরিচালক শানাজ আহারি লেমেলসন।