গানের শিরোনাম ‘এসো সবাই’। কথা লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর, সংগীতায়োজন ও ভিডিও পরিচালনা করেছেন অদিত রহমান। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গায়ক মাহাদী ফায়সাল।
বিশেষ এই গানের অন্যতম উদ্যোক্তা আসিফ ইকবাল বলেন, ‘এই গানের মাধ্যমে করোনা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশের আপামর প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়েছে ।
এই গানে বাংলাদেশের সেরা সব কণ্ঠশিল্পীরা অংশ নিয়েছেন। সংগীত অঙ্গনের ব্যক্তিরা ছাড়াও, নাটক, চলচ্চিত্র, অনলাইন, নিউজ, রাজনীতি, সমাজসেবা ও কর্পোরেট জগতের শীর্ষ অংশ নিয়েছে এ গানে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, বাপ্পা মজুদমার, কণা, এলিটা, মিলা, ঐশী, নওরীন, জেফার, পড়শি, অভিনয়শিল্পী শমী কায়সার, নোবেল, আরিফিন শুভ, মম, নাদিয়া, সাবিলাসহ ৭০ ব্যক্তিত্ব। তারা প্রত্যেকেই তাদের নিজ বাসা থেকে মোবাইলে ভিডিও ও কণ্ঠ দিয়েছেন।